ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বিএনপি (BNP) মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর (Sarwar Alamgir) হাইকোর্টে রিট করেছেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থীতা ফিরে পেতে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার রিট আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। কার্যতালিকার ৪৭ নম্বরে রয়েছে এই আবেদন।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। যদিও রিটার্নিং কর্মকর্তার কাছে প্রাথমিকভাবে তার মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছিল। পরে ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়।
জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) প্রার্থী মো. নুরুল আমীন এই অভিযোগটি উত্থাপন করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।
বর্তমানে হাইকোর্টে রিটের মাধ্যমে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন সারোয়ার আলমগীর। বিষয়টির ওপর আদালতের রায়ই নির্ধারণ করবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।


