বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (Bangladesh Nationalist Party) চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
গতকাল (২০ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান এই ঘোষণা দেন। অনুষ্ঠানে তিনি বলেন, “বুধবার (আজ) আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবো। কালকে বিকেলে আমি প্লেনে যাবো, আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান।”
তিনি আরও জানান, প্রচারণার কাজে ব্যবহারের জন্য নির্ধারিত গাড়িগুলো সকালেই সিলেটের উদ্দেশে পাঠানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সিলেট সফর ও প্রচারণা কার্যক্রম ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি এবং উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


