ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা: বিএনপি প্রার্থী

নির্বাচনী প্রচারণার নামে জামায়াতের কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন।

বুধবার (২১ জানুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ তোলেন তিনি।

শফিকুল ইসলাম দাবি করেন, গত ২০ জানুয়ারি মিরপুরের পীরেরবাগ এলাকায় জামায়াতের কর্মীরা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের বাধা দেন। এরপর এলাকাবাসীর সঙ্গে জামায়াত ও শিবিরের কর্মীদের সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি তুলে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন ধানের শীষের এই প্রার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *