বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) আগামী কয়েকদিন জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনি সফরে অংশ নিচ্ছেন। তার সূচি অনুযায়ী, তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নোয়াখালী ও বরিশালে নির্বাচনি সমাবেশ ও পথসভায় বক্তব্য দেবেন।
সফরের শুরু সিলেট থেকে
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে একটি বড় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। সেখান থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিরতি দিয়ে তিনি একাধিক পথসভায় অংশ নেবেন। এর মধ্যে রয়েছে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জ।
দুই দশক পর নোয়াখালী সফর
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি তারেক রহমান নোয়াখালী (Noakhali) সফরে যাচ্ছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান জানিয়েছেন, ২৪ ও ২৫ জানুয়ারি তার চট্টগ্রাম বিভাগ সফরের পরিকল্পনা রয়েছে। সেই সফরের অংশ হিসেবে ২৫ জানুয়ারি তিনি নোয়াখালীতে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে নির্বাচনি সফরে নোয়াখালী গিয়েছিলেন তারেক রহমান। এই সফরে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা হয়ে ঢাকায় ফিরবেন।
বরিশালে নির্বাচনি জনসভা
সফরের ধারাবাহিকতায় আগামী ২৬ জানুয়ারি বরিশাল (Barishal) সফরে যাবেন বিএনপি চেয়ারম্যান। ঐ দিন দুপুরে নগরের বান্দ রোডের ঐতিহ্যবাহী বেলস পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সফরের শেষ ভাগে তিনি মাদারীপুর, ভাঙ্গা ও মুন্সিগঞ্জে দলের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় প্রবেশ করবেন।


