তিন নেতার মাজার ও শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens’ Party)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এই প্রচারাভিযান।

তফসিল অনুযায়ী আজ থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার চালানো যাচ্ছে। সেই ঘোষণা অনুযায়ী এনসিপি দলীয় কর্মসূচির সূচনা করে ঢাবির ঐতিহাসিক স্থানগুলোতে গিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে।

তিন নেতা ও ইনকিলাব মঞ্চের প্রতি শ্রদ্ধা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে অবস্থিত তিন বিশিষ্ট নেতার সমাধিস্থল—শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীখাজা নাজিমুদ্দিন—এ জিয়ারত করে এনসিপির নেতারা তাদের রাজনৈতিক যাত্রার প্রেরণা তুলে ধরেন।

পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও প্রতিষ্ঠাতা আহ্বায়ক শ’\হী’\দ শরীফ ওসমান হাদীর কবরেও শ্রদ্ধা নিবেদন করেন দলটির সদস্যরা। জাতির প্রতি দায়িত্ব পালনের সংকল্পে এই আয়োজনকে গুরুত্বপূর্ণ প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।

প্রচারণার এই সূচনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাবি শাখার সমর্থকরা। তাঁরা বলেন, রাজনৈতিক আদর্শ ও ইতিহাসকে সামনে রেখে তারা নির্বাচনি লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *