‘বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে, ক্ষতি আইসিসিরই হবে’

আইসিসির দেওয়া আলটিমেটামও বাংলাদেশের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে পারেনি। ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসিকে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ।

আজ সরকারপক্ষের সঙ্গে আলোচনার পর এমনটাই জানিয়েছে বিবিসি।

ওই বৈঠকে ছিলেন ক্রিকেটাররাও। বিসিবির এমন সিদ্ধান্তের বিপরীতে যদি আইসিসি বাংলাদেশকে বাদ দেয় তাহলে সেটা আইসিসির ক্ষতির কারণ হবে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

আইসিসির কী ক্ষতি হবে সেই ব্যাখ্যায় আমিনুল জানিয়েছেন, ২০ কোটি দর্শক হারাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি সভাপতি বলেছেন, ‘আইসিসি আমাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেও একটি বৈশ্বিক সংস্থা আসলে এমনটি করতে পারে না। আমাদের পরিকল্পনা (শ্রীলঙ্কায় খেলা) নিয়ে আইসিসির কাছে আমরা আবারও যাব। বাংলাদেশ না খেললে আইসিসি ২০ কোটি (২০০ মিলিয়ন) দর্শক হারাবে। এখানে ক্ষতিটা আইসিসিরই হবে।’

ক্রিকেট নিয়ে বাংলাদেশের আগ্রহের বিষয় নিয়ে আমিনুল বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয়তা যেখানে কমে যাচ্ছে সেখানে প্রায় ২০ কোটির মতো বাংলাদেশ, ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে। সেখানে এ রকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায় এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা একটা ব্যর্থতা।’

শেষ পর্যন্ত চেষ্টা করার কথাও জানান আমিনুল। সঙ্গে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে দল তৈরি আছে জানিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাব।

আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবারও আজকে কমিউনিকেশন করব আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে খেলতে চাই না। আমরা শ্রীলঙ্কা বা অন্য দেশে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনো রেডি। আমাদের দল রেডি আছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *