প্রচারের শুরুতেই বিএনপির পাঁচ কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার দিনে পাঁচটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করল বিএনপি (BNP)। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচিগুলোর ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

সংবাদ সম্মেলনে মাহদী আমীন জানান, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রচারণা শুরু হয়েছে আজ থেকেই। এদিনকেই কেন্দ্র করে দলটি জনগণের সঙ্গে সম্পৃক্ততা ও জনমত গঠনে পাঁচটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগ
প্রথম কর্মসূচি হিসেবে ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ নামে একটি ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। এই উদ্যোগের আওতায় সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড ছড়িয়ে দেওয়া হয়েছে। স্ক্যানের মাধ্যমে যে কেউ সরাসরি তারেক রহমান (Tarique Rahman)-কে মতামত, পরামর্শ ও চিন্তা জানাতে পারবেন।

মাহদী আমীনের ভাষায়, “দেশের যেকোনো প্রান্ত থেকে, যেকোনো সময় মানুষ এই উদ্যোগে যুক্ত হতে পারবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাঁদের মতামত প্রদান করতে পারবেন, যা আমাদের নীতিনির্ধারণে গুরুত্ব পাবে।”

‘লেটার টু তারেক রহমান’—চিঠিতে নাগরিক ভাবনা
দ্বিতীয় কর্মসূচি ‘লেটার টু তারেক রহমান’। এই কর্মসূচির মূল বার্তা: ‘তারেক রহমান শুনবেন আপনার কথা’। নাগরিকদের ভাবনা, প্রস্তাব ও প্রত্যাশা জানাতে উৎসাহিত করা হচ্ছে চিঠি, ই-মেইল, ফেসবুক বা ওয়েবসাইটের মাধ্যমে। চিঠি পাঠানো যাবে গুলশান-২-এর নির্ধারিত ঠিকানায় এবং mail@letter2tr.com ঠিকানায় ই-মেইল করেও মতামত জানানো যাবে।

নীতিনির্ভর রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ ‘ম্যাচ মাই পলিসি’
তৃতীয় কর্মসূচি ‘ম্যাচ মাই পলিসি’। এটি একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে নাগরিকরা বিএনপির নীতি ও পরিকল্পনার সঙ্গে নিজেদের মতামতের মিল নির্ধারণ করতে পারছেন। এই অ্যাপে ইতিমধ্যে ৩ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন বলেও জানান মাহদী আমীন।

‘দ্য প্ল্যান’: তরুণদের সঙ্গে সরাসরি সংলাপ
চতুর্থ কর্মসূচি হিসেবে ঘোষিত হয়েছে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’। নির্বাচনী প্রচারের শুরুতে সিলেট সফরকালে তারেক রহমান স্থানীয় তরুণদের সঙ্গে কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও নারীর ক্ষমতায়ন নিয়ে মতবিনিময় করেন। সেখানে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।

নীতির প্রতিফলন আটটি লিফলেটের মাধ্যমে
পঞ্চম কর্মসূচিতে উল্লেখ করা হয় আটটি পৃথক লিফলেটের কথা, যেখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন খাতে বিএনপির নীতি ও তারেক রহমানের ভিশন। এই লিফলেট বিতরণ কর্মসূচিতে কিছু বিদেশি কূটনীতিকও অংশ নেন। মাহদী আমীন জানান, ভিশন ২০৩০, রাষ্ট্র সংস্কারের ২৭ দফা ও পরবর্তী ৩১ দফা প্রস্তাবসহ বিএনপির একটি সুস্পষ্ট নীতিভিত্তিক অবস্থান আছে।

পাঁচটি কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণাকে জনমুখী ও ডিজিটাল উপায়ে পরিচালনার একটি কৌশলগত পরিকল্পনা সামনে আনছে বলেই বিশ্লেষকদের অভিমত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *