নির্বাচন বানচাল করতেই নেতাকর্মীদের গু ‘লি করা হচ্ছে: আমানউল্লাহ আমান

যারা নির্বাচন চান না, সেই লক্ষ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই নেতাকর্মীদের গুলি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী আমানউল্লাহ আমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নির্বাচনী মিটিং শেষে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্হায় রাত পৌনে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে তাকে দেখতে আসেন সেই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান।

পরে গণমাধ্যমকে তিনি জানান, গুলিবিদ্ধ নেতার চিকিৎসা এখনও চলমান বিধায় শারীরিক অবস্থার ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে এমন ঘটনায় আইনি ব্যবস্থাসহ দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *