চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আসন্ন নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নগরজুড়ে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অননুমোদিত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে জারি করা এই নিষেধাজ্ঞায় বলা হয়, কেউ কোনো ধরনের অস্ত্রশস্ত্র—তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা ইট-পাথর বহন কিংবা ব্যবহার করতে পারবে না। রাষ্ট্রবিরোধী প্ল্যাকার্ড বা বস্তু প্রদর্শনও সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া, ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০’-এর ৯ ও ১৩ ধারা অনুসারে জনসমাবেশস্থল ও তার আশপাশের এলাকায় অননুমোদিত ড্রোন ওড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
সিএমপির গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনী মহাসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।


