টাঙ্গাইল-১: ধানের শীষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী নির্বাচনের মাঠ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় এক ঘোষণার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

ঘোষণায় তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তার নেতাকর্মী ও সমর্থকদের মতামত বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন, এখন থেকে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে একযোগে কাজ করবেন।

এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে মাঠে কাজ করব।”

তিনি তার সমর্থক, শুভানুধ্যায়ী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আসুন, সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি।”

উল্লেখ্য তিনি টাঙ্গাইল—১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে বিএনপির মনোনয়ন পান ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)। পরবর্তীতে তিনি বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে থেকে গেলে তাকে দোল থেকে বহিস্কার করা হয়। বহিষ্কারের তিন দিনের মাথায় তিনি নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *