‘আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে বনানী কবরস্থানে ছোট ভাইয়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান (Tarique Rahman)। শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে কোকোর কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।
পরিবারের এই আবেগঘন মুহূর্তে বনানী কবরস্থানে সৃষ্টি হয় এক ধরনের নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ। কবর জিয়ারতের সময় সবার চোখে ছিল গভীর শোক ও ভালোবাসার ছায়া। পরে সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত হয় দোয়া মাহফিল।
দোয়া মাহফিলে তারেক রহমান ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সবাই মিলিতভাবে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের জন্য দোয়া করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (Ziaur Rahman) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার (Khaleda Zia) ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে বিএনপি পরিবারসহ গোটা দেশজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া।
কোকোকে স্মরণ করে বিএনপির নেতারা বলেন, “তিনি ছিলেন বিনয়ী, নম্র এবং দলের জন্য নিবেদিত একজন পর্দার অন্তরালে থাকা কর্মী। তার অকালপ্রয়াণে দল হারিয়েছে সম্ভাবনাময় একজন তরুণ নেতাকে।”


