কুমিল্লা-৪: বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের ঘটনায় আপিল বিভাগের শুনানি পেছালো

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি (BNP) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। নতুন করে আগামী ২৮ জানুয়ারি এই বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ এই আদেশ দেয়। একই দিনে আপিল বিভাগের চেম্বার জজ আদালতও বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (Election Commission)। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সী হাইকোর্টে রিট করেন, কিন্তু আদালত তা খারিজ করে দেয়।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার চেম্বার জজ আদালতে প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয় এবং বিষয়টি পাঠানো হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।

আইনি এই প্রক্রিয়াকে ঘিরে এখন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে কুমিল্লা-৪ আসনের ভোটার এবং রাজনৈতিক অঙ্গন। আগামী ২৮ জানুয়ারির শুনানির রায়ের ভিত্তিতে এই আসনে নির্বাচনী প্রেক্ষাপটে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *