খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, “জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের ভারতে যেতে হবে না, তাদের এখানে জামাই আদরে রাখা হবে।” মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন দলের আমির ডা. শফিকুর রহমান।
দুপুর ৩টায় শুরু হওয়া এ নির্বাচনী জনসভায় কৃষ্ণনন্দী বলেন, “একটি দল চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিয়েছে ভোট কেনার জন্য। হাট-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কেনা হচ্ছে—এটা সঠিক নয়।” তিনি আরও দাবি করেন, “জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কেনে না, বিকাশে টাকা পাঠিয়েও ভোট কেনে না। আমাদের রাজনীতি আদর্শভিত্তিক।”
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman) বলেন, “আমরা বিজয়ী হলেও কাউকে প্রতিশোধের শিকার করব না। প্রতিশোধ নয়, আমরা মানুষের সেবা করতে চাই।”
এই নির্বাচনী সমাবেশের আয়োজন করে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী। সার্কিট হাউস মাঠে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


