ইসলামি নীতিমালার ভিত্তিতে দেশ পরিচালনার ঘোষণা চরমোনাই পীরের

সরকার গঠন করতে পারলে ইসলামি নীতিমালার ভিত্তিতে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “সরকার গঠন করতে পারলে ইসলামী নীতিমালা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না চাঁদাবাজি।”

“কথা ও কাজে মিল যেটায় আছে, সেটা হলো চরমোনাই,”—বলেই বিগত শাসকদের সমালোচনা করে রেজাউল করিম বলেন, “যদি আগের শাসকরা ভালো হতো, তবে আজ বাংলাদেশ সোনার খনি হয়ে উঠত।”

জনসভায় জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ থাকা এবং সেখান থেকে বেরিয়ে আসার কারণও ব্যাখ্যা করেন তিনি। বলেন, “জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত নিয়মে দেশ চালাবে। আমরা যেহেতু ইসলামী রাষ্ট্রব্যবস্থা চাই, চিন্তায় ফারাক হওয়ায় আমরা আলাদা হয়ে যাই। তাই আমরা জনগণকে স্পষ্ট করে বলেছি, ইসলামের পক্ষে একটাই বাক্স—সেটা হাতপাখা প্রতীক।”

জনসভায় উপস্থিত অনুসারীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করতে চাইলে হাতপাখার প্রতীকে ভোট দিন।”

উল্লেখ্য, তিনি এবার টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া-কে জয়যুক্ত করতে আহ্বান জানান।

হাতপাখার প্রতীক নিয়ে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া এবং সঞ্চালনায় ছিলেন দেলদুয়ার উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের মাহমুদ।

এছাড়াও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ফজলুল করিম মারুফ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হুসাইন ইবনে সারওয়ার, দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি আব্দুল জাব্বার, নাগরপুর উপজেলা সভাপতি বাবুল হোসেন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *