নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরতে এবং কোনো উসকানিতে না জড়াতে আহ্বান জানিয়েছেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত ধানের শীষের পক্ষে গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান।
মির্জা আব্বাস বলেন, “উসকানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন। বিজয় আমাদের প্রান্তে, ইনশাআল্লাহ। কয়েক দিন ধৈর্য ধরুন এবং কোনো চক্রান্তের ফাঁদে পা দেবেন না।”
গণমিছিলটি ব্রাদার্স ক্লাবের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-৮ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে আব্বাস স্মরণ করিয়ে দেন, “নির্বাচনের অধিকার আদায়ে বাংলাদেশের জনগণ ১৭ বছর ধরে লড়াই করে এসেছে। বিএনপির বহু নেতাকর্মী আ’\ত্মা’\হু’\তি দিয়েছেন, সিনিয়র নেতারাও শা’\হা’\দা’\ত বরণ করেছেন।”
তিনি বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য জীবন দিয়ে লড়াই করেছেন। তাঁর সেই সংগ্রামের চেতনা নিয়ে আমাদের সামনে এগোতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে হবে।”
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, “নির্বাচন ভেস্তে দিতে পরিকল্পিতভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অথচ বিএনপি সবসময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন করেছে। আমরা কখনো প্রতিপক্ষের ওপর হা’\মলা করিনি।”
তিনি আরও বলেন, “যে দল কখনো জনগণের জন্য কাজ করেনি, নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই, তারা আজ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তাদের উদ্দেশ্য জনগণকে চিরতরে উপেক্ষিত রাখা। কিন্তু বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আবারও বলেন, “উসকানিমূলক কোনো কর্মকাণ্ডে জড়াবেন না। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে ভোটে অংশ নিন। নির্বাচনের পর দেশের শান্তি বজায় রাখার দায়িত্বও আমাদের সবার।”


