উত্তরাঞ্চলে ৩ দিনের প্রচারণায় যাচ্ছেন তারেক রহমান, রাজশাহী থেকে শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের উত্তরাঞ্চলে প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

তিনি জানান, রাজশাহীতে শুরু হয়ে এ প্রচারাভিযান চলবে তিন দিনব্যাপী।

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার)
– দুপুর
২টা: রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশ
– বিকেল
৫:৩০টা: নওগাঁর এটিম মাঠে জনসভা
– রাত
৭:৩০টা: আলফাতুন্নেসা খেলার মাঠে** বক্তব্য

৩০ জানুয়ারি (শুক্রবার):
৩:৪৫ মিনিট: রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত
৪:৩০ মিনিট: রংপুর ঈদগাহ মাঠে জনসভা

৩১ জানুয়ারি (শনিবার):
বেলা ২টা: সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভা
বিকেল ৪টা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাসে সমাবেশ

দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, উত্তরাঞ্চলে তারেক রহমানের প্রচারণা জনসমর্থনে নতুন গতি আনবে এবং এই সফরকে কেন্দ্র করে ব্যাপক জনসাড়া পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *