বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (General Waker-Uz-Zaman) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী ও খুলনায় সফর করেছেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল মাঠপর্যায়ে মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ, নির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাপ্রধান সংশ্লিষ্ট অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
প্রথমে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় সেনাবাহিনীর ভূমিকার প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের ওপর জোর দেন।


