হুমাম কাদের চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে বিচারিক কমিটি

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (২৮ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ পলিনা আকতার স্মৃতির স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে- গত ২২ জানুয়ারি উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচনি প্রচারণা চালানো হয়।

অভিযোগে বলা হয়, ওই সময় বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজনের পাশাপাশি নির্বাচনি প্রচারণা চালানো হয়, যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্বাচনি প্রচারণার সময় বিভিন্ন স্থানে রঙিন পোস্টার সাঁটানোর অভিযোগ রয়েছে। এসব ছবি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে সংরক্ষিত রয়েছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালানো রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৫(খ) বিধির পরিপন্থি।

নোটিশে হুমাম কাদের চৌধুরীকে আগামী ২৯ জানুয়ারি রাঙ্গুনিয়ায় অবস্থিত সিনিয়র সিভিল জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *