কুমিল্লা (Comilla)-৯ আসনে বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নাম লিখিয়েছিলেন সামিরা আজিম দোলা। তবে শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্ত নির্বাচনপূর্ব রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এনে দিয়েছে।
দোলা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালামের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে দোলার ভাষ্য, “এই মুহূর্তে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করা জরুরি। তাই ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নয়, বৃহত্তর স্বার্থে ধানের শীষের জন্য মাঠে থাকবো।”
তার এই সিদ্ধান্তকে বিএনপি সমর্থক মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দোলার এই সরে দাঁড়ানো কুমিল্লা–৯ আসনে বিএনপির অবস্থানকে আরও মজবুত করবে।


