রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন তারেক রহমান (Tarique Rahman)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে বাবনপুর গ্রামে আবু সাঈদের কবরস্থানে পৌঁছান বিএনপি’র চেয়ারম্যান। কবর জিয়ারতের সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ (Dr. AZM Zahid), রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের পর শহীদ আবু সাঈদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন তারেক রহমান। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সমবেদনা জানান। একইসঙ্গে শহীদ আবু সাঈদ হ’\ত্যা’র বিচার দাবি নিয়ে কথা বলেন পরিবারের সদস্যরা। তাঁরা এই হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে তারেক রহমানের সহযোগিতা কামনা করেন।
এ সময় এলাকাবাসী বাবনপুর গ্রামে একটি মসজিদ নির্মাণ এবং পীরগঞ্জে একটি স্টেডিয়াম স্থাপনের দাবি জানান বিএনপি’র চেয়ারপারসনের কাছে। তাদের দাবির বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান।
কবর জিয়ারত ও সাক্ষাৎ শেষে রংপুরে বিএনপির বড় সমাবেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার নেতা-কর্মী অপেক্ষায় রয়েছেন তার জন্য। তার উপস্থিতির মধ্য দিয়েই শুরু হবে দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি।


