বিএনপি সরকার গঠন করলে দেশের এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। তিনি বলেন, কৃষক ও মায়েদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সহায়তার নতুন দুয়ার খুলবে বিএনপি। শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় গেলে কৃষি খাতে বিপুল সহযোগিতা দেওয়া হবে। যেসব কৃষকের কৃষিঋণ ১০ হাজার টাকার মধ্যে রয়েছে, তা মওকুফ করা হবে। পাশাপাশি যেসব ব্যক্তি এনজিও থেকে ঋণ নিয়েছেন, তাদের ঋণ শোধের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে শান্তি থাকবে। হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই মিলেমিশে থাকবে। বিভাজনের রাজনীতি যারা করে, তারা দেশের শত্রু। একসাথে না চললে আমরা এগোতে পারব না। যারা জাতিকে ভাগ করতে চায়, তারা উন্নয়নের পথে বাধা।”
নিজের রাজনৈতিক সততার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “আপনাদের ভোট আমার কাছে একটি পবিত্র আমানত। মন্ত্রী থাকা অবস্থায় আমি কোনো অনৈতিক সুবিধা নিইনি, এমনকি এক কাপ চাও নয়। রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখাটাই সবচেয়ে জরুরি।”
তিনি আরও বলেন, দায়িত্বশীল পদে থাকাকালীন সময়ে তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দিয়েছেন এবং ভবিষ্যতেও সেই নীতিই অনুসরণ করবেন।


