“কোনটা ভোটের উৎসব, আর কোনটা ভোট ঠেকানোর জটলা—তা বুঝতে হবে” – নির্বাচন কমিশনার সানাউল্লাহর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রগুলোকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন।

তিনি বলেন, “নির্বাচন হবে উৎসবমুখর। কিন্তু কোনটা ভোটের উৎসব, আর কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে। এবং সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে হবে।”

সানাউল্লাহর মতে, সিসি ক্যামেরার পূর্ণাঙ্গ কভারেজ নিশ্চিত হলে ভোটকেন্দ্র নিরাপদ থাকবে এবং কেউ অসৎ কাজ করতে পারবে না। তিনি বলেন, “আমরা চাই সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে।”

ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন, নির্বাচনে নিয়োজিত সব কর্মকর্তা ও সদস্যদের একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে, যেন কোথাও কোনো ফাঁকফোকর না থাকে।

সভায় ভোলা জেলার প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনারের বক্তব্যে স্পষ্ট—এইবারের নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই কঠোর প্রস্তুতি নিচ্ছে ইসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *