চলতি মাসেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন নাহিদ

চলতি মাসের শেষের দিকে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নতুন দলের দায়িত্ব গ্রহণের লক্ষ্যে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম। তিনি আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন দলের চূড়ান্ত নাম এখনো নির্ধারিত হয়নি। তবে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। যদিও সদস্য সচিবের পদে কে দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বা সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেনের মধ্যে একজন সদস্য সচিবের দায়িত্ব নিতে পারেন

সূত্র আরও জানায়, নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা। পাশাপাশি ছাত্র শিবির এবং ছাত্র ফ্রন্টের কিছু নেতাও এতে অন্তর্ভুক্ত হতে পারেন

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) পরবর্তী সময়ে যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। দল ঘোষণার পূর্বেই নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন

নতুন দলের যাত্রা আহ্বায়ক কমিটির মাধ্যমে শুরু হবে। সম্ভাব্য আহ্বায়ক কমিটিতে থাকবেন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আরিফ সোহেল, সামান্তা শারমিন, আলী আহসান জুনায়েদসহ আরও কয়েকজন

নাহিদ ইসলামের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *