এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলায় শিবিরের কিছু কর্মী জড়িত: জামায়াত

সিলেটের এমসি কলেজে শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের কিছু কর্মী জড়িত থাকার কথা স্বীকার করেছে জামায়াতে ইসলামী।

গত রবিবার সন্ধ্যায় সিলেটভিত্তিক সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ’র সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসে এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রিয়াদ ধর্মভিত্তিক সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ’র ছাত্রসংগঠন তালামিযে ইসলামিয়ার একজন নেতা।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকদিন ধরেই ছাত্রশিবির ও তালামিযে ইসলামিয়ার কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিরসনে গত রবিবার উভয় পক্ষ বৈঠকে মিলিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এমসি কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে ছাত্রশিবিরের কিছুসংখ্যক কর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমরা মনে করি তারা অন্যায় করেছে এবং বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “শিবির ও তালামিয আমাদের অত্যন্ত প্রিয় দুইটি সংগঠন। উভয় সংগঠনের মধ্যে সংঘটিত ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল বোঝাবুঝির পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে আমরা নিয়মিত পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করব। কোন কর্মী যাতে সীমা অতিক্রম না করে সে বিষয়েও আমরা সতর্ক থাকব।”

তবে হামলার ঘটনার পরপরই ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এর সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

এদিকে রবিবার রাতে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার সমঝোতামূলক সমাধান হয়েছে। ছাত্রদের মধ্যকার এই বিরোধে তৃতীয় কোনো পক্ষ যেন অবৈধভাবে লাভবান হতে না পারে এবং কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখিত সভায় আহত শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং তার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ইসলামী সংগঠনগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি পরস্পরের প্রতি উত্তেজনামূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানানো হয়। এছাড়া জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান এবং সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ। আঞ্জুমানে আল ইসলাহ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা রফিকুল ইসলাম খান, এডভোকেট মাওলানা আব্দুর রকীব, হাফিজ নাজমুল হুদা, মাওলানা জৈন উদ্দিন ও কাজী বুরহান উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *