পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা করেছেন যে, যদি তিনি পাকিস্তানকে অর্থনৈতিক ও উন্নয়নের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে নিতে ব্যর্থ হন, তবে নিজের নাম পরিবর্তন করবেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) পাঞ্জাবের দেরা গাজী খান এলাকায় এক জনসমাবেশে তিনি এ বক্তব্য প্রদান করেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, “পাকিস্তানের উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করব। আল্লাহ সবসময় পাকিস্তানের প্রতি রহমত বর্ষণ করেন।” কিছুক্ষণ থেমে তিনি হঠাৎ বলেন, “আমার নাম শেহবাজ শরীফ থাকবে না, যদি আমাদের প্রচেষ্টার ফলে পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে ভারতকে পেছনে ফেলতে না পারে।”
জনসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। তিনি সামনের টেবিল চাপড়াচ্ছিলেন এবং আবেগপ্রবণ হয়ে বারবার হাত নাড়ছিলেন।
এ সময় তিনি তার বড় ভাই ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রসঙ্গ টানেন। শেহবাজ শরীফ বলেন, “আমি ও নওয়াজ শরীফ একসঙ্গে পাকিস্তানের উন্নতির জন্য কাজ করব। আমি নওয়াজ শরীফের একনিষ্ঠ অনুসারী। আজ আমি তার নামে শপথ করছি যে, যতদিন আমার শক্তি থাকবে, আমরা পাকিস্তানকে উন্নয়নের শীর্ষে পৌঁছানোর জন্য নিরলস পরিশ্রম করব এবং ভারতকে অতিক্রম করব।”
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটির নিচে অধিকাংশ মন্তব্য ছিল সমালোচনামূলক। অনেকেই অভিযোগ করেন যে, শেহবাজ শরীফ বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা বাস্তবায়ন করেন না।