কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে গেলেন এনজিও কর্মী

রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা (Rajshahi Welfare and Human Development Organization )-এর এক কর্মীর বিরুদ্ধে কিস্তির টাকা পরিশোধ না করার কারণে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা রোববার (২ মার্চ) সকালে নগরীর তালাইমারী এলাকায় ঘটে।

অভিযোগের বিবরণ

ভুক্তভোগী ফাতেমা বেগম (Fatema Begum ) জানান, তিনি হাদির মোড়ে সবজি বিক্রি করেন এবং এই উদ্দেশ্যে ১০ হাজার টাকা ঋণ গ্রহণ করেছিলেন। ইতোমধ্যে তিনি চার হাজার টাকা পরিশোধ করলেও সম্প্রতি এক দুর্ঘটনায় কোমরে আঘাত পাওয়ায় সবজি বিক্রি করতে পারেননি এবং এ কারণে দুই কিস্তির অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন।

তিনি আরও জানান, রোববার সেহরি খেয়ে পাশের বোনের বাড়িতে অবস্থান করছিলেন। সকালে সংস্থার এক মাঠকর্মী কিস্তি আদায়ের জন্য তার বাড়িতে এসে তাকে না পেয়ে বাড়িতে বাঁধা থাকা একটি ছাগল নিয়ে চলে যান। যদিও ছাগলটি তার নিজের ছিল না; বরং এটি রিসা বেগম (Risa Begum )-এর মালিকানাধীন ছিল, যা তারা যৌথভাবে পালন করছিলেন।

সংস্থার ভূমিকা ও প্রতিক্রিয়া

এলাকাবাসীদের মধ্যে ঘটনাটি জানাজানি হলে সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর (Nasirullah Kabir ) ছাগলটি পুনরায় রিসা বেগম (Risa Begum )-কে বুঝিয়ে দেন।

সংস্থার বৈধতা নিয়ে প্রশ্ন

স্থানীয়দের মতে, রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা (Rajshahi Welfare and Human Development Organization ) দুই বছর ধরে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। তবে সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (Microcredit Regulatory Authority)-এর কোনো নিবন্ধন নেই।

প্রশাসনের মতামত

রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম (Mohammad Robin Islam ) জানান, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে কি না, তা যাচাই করে বলা সম্ভব। পাশাপাশি, কিস্তি পরিশোধ করতে না পারার কারণে ছাগল নিয়ে যাওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করতে পারেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *