হাজিরা দিতে এসে আদালত থেকে গ্রেপ্তার ৫ আ’লীগ নেতা

পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি), সাবেক সরকারি কৌশলী (জিপি)সহ আওয়ামী লীগের (Awami League) পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে তাদের ওপর ছাত্রদলের (Chhatra Dal) নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

গ্রেপ্তারের সময় ও কারণ

রবিবার (২ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয় বলে পিরোজপুর (Pirojpur) জেলার পুলিশ সুপার নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন:

  • ইন্দুরকানী (Indurkani) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান।
  • সাবেক পিপি খান মো. আলাউদ্দিন।
  • সাবেক জিপি শহিদুল হক খান পান্না।
  • জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ।
  • জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খান মো. আলাউদ্দিনের বিরুদ্ধে পূর্বে জারি করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মামলার পটভূমি ও জামিন প্রসঙ্গ

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় উচ্চ আদালত থেকে তারা জামিন লাভ করেছিলেন। রবিবার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করা হয়। তবে উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষ না হওয়ায় আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।

ছাত্রদলের হামলা ও পুলিশের পদক্ষেপ

গ্রেপ্তারের দাবিতে জেলা ছাত্রদলের (District Chhatra Dal) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে মিছিল বের করা হয়। খান মো. আলাউদ্দিনসহ অন্যরা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপি (BNP) নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের বক্তব্য

পিরোজপুর (Pirojpur) জেলার পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ আবু নাসের জানান, গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে খান মো. আলাউদ্দিন একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, এবং অন্য চারজন নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *