গাজীপুরে গুজব ছড়িয়ে বিক্ষোভ , অর্ধশতাধিক কারখানায় ছুটি

গাজীপুরে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে শ্রমিকরা কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নারী শ্রমিকের আত্মহত্যা

সোমবার (৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত প্যানারোমা অ্যাপারেলস (Panaroma Apparels) কারখানায় কর্মরত এক নারী শ্রমিক পারিবারিক দ্বন্দ্বের জেরে রাত সাড়ে তিনটার দিকে কারখানার সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

নিহত শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (Afsana Akter Laboni) (৩০)। তিনি ময়মনসিংহ (Mymensingh) জেলার নান্দাইল থানা (Nandail Thana) এলাকার পাঁচরুখী গ্রামের আফসার আলীর মেয়ে।

ঘটনার পর পুলিশ ভোর পাঁচটার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল (Gazipur Shaheed Tajuddin Ahmad Medical College Hospital) মর্গে পাঠায়।

গুজব ছড়িয়ে শ্রমিকদের বিক্ষোভ

এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের অবহেলায় শ্রমিকের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপর সোমবার সকাল আটটার দিকে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ব্যাপক ভাঙচুর চালান এবং একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (Dhaka-Mymensingh Highway) অবরোধ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা গার্মেন্টস ফ্যাক্টরির বাইরে থাকা কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেন।

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। সকাল দশটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আশপাশের কারখানায় ছড়িয়ে পড়ে অস্থিরতা

এদিকে, প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ আশপাশের পোশাক কারখানাগুলোতেও ছড়িয়ে পড়ে। বোর্ড বাজার (Board Bazar) থেকে গাজীপুর চৌরাস্তা (Gazipur Chourasta) পর্যন্ত এবং গাজীপুর-জয়দেবপুর সড়ক (Gazipur-Joydebpur Road) ও গাজীপুর-টাঙ্গাইল সড়ক (Gazipur-Tangail Road) এলাকায় প্রায় অর্ধ শতাধিক পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *