শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া : জামালপুর থেকে দূরপাল্লার বাসচলাচল বন্ধ

জামালপুরে রাজিব পরিবহন (Rajib Paribahan) বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Boishomyo Birodhi Chhatra Andolon) এর নেতাকর্মীরা। এসময় শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যাতে একজন শ্রমিক আহত হন।

বাস চলাচল বন্ধের ঘোষণা

প্রতিবাদ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের কাছে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার দাবি জানিয়ে জামালপুর থেকে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি (Jela Bus-Minibus Malik Samiti)।

সংঘর্ষের সূত্রপাত

সোমবার (৩ মার্চ) দুপুরে জামালপুর পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক (Jamalpur-Tangail Highway) অবরোধের ঘটনা ঘটে। এর আগে, রোববার (২ মার্চ) সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে নান্দিনাগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক আবুল কাসেম নিহত হন।

এই দুর্ঘটনার জেরে, রাজিব পরিবহনের সব বাস বন্ধসহ ছয় দফা দাবিতে সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

উত্তেজনা ও সড়ক যোগাযোগ বিঘ্নিত

প্রতিবাদ কর্মসূচির সময় বাসশ্রমিকদের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় মনির (৩২) নামে এক বাসশ্রমিক আহত হন। এই বিক্ষোভের ফলে শেরপুর (Sherpur) -জামালপুর-টাঙ্গাইল রুটসহ জেলার সাত উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

বাস মালিকদের পাল্টা সিদ্ধান্ত

এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাস-মিনিবাস মালিক সমিতি প্রশাসনের কাছে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। প্রায় দুই ঘণ্টার বিক্ষোভ ও পাল্টা প্রতিক্রিয়ার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন, তবে এখনো রাজধানী ঢাকা (Dhaka) সহ সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের বক্তব্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্যসচিব আবিদ সৌরভ বলেন,

“অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, বেপরোয়া বাস চালানো, যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার রোধ, বাসে সিসি ক্যামেরা স্থাপনসহ ছয় দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। মূল দাবি হলো রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধ করা, যা এখনো কার্যকর রয়েছে।”

বাস মালিক সমিতির প্রতিক্রিয়া

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান,

“বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বর্তমানে জামালপুরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *