রাজধানীর মোহাম্মদপুরে বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার (Farhad Mazhar) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় (Ministry of Fisheries and Livestock)-এর উপদেষ্টা ফরিদা আখতার (Farida Akhter)-এর প্রতিষ্ঠান ‘প্রবর্তনা (Prabartana)’-তে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন। মোহাম্মদপুর থানা (Mohammadpur Police Station)-এর পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান (Hafizur Rahman) জানান, হামলার পরপরই ঘটনাস্থল থেকে দুটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।”
হামলার ধরন
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা আগুন ধরিয়ে পেট্রোল বোমা ছুড়ে মারে। আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে।
এ ঘটনায় এখনো কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।