‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘ট্যাবলেট’ হাজির হবে

আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চালাচ্ছে একটি মহল— এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

তিনি পোস্টে লেখেন, এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘ট্যাবলেট’ নিয়ে শিগগিরই হাজির হবে।

এই পরিকল্পনায় যুক্তদের সতর্কবার্তা দিয়ে তিনি আরও লেখেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ‘যদি’ এবং ‘কিন্তু’ নেই। বিচারের পূর্বে আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।

আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়, একথা বলে পোস্টের ইতি টানেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *