বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন জাহিদুল ইসলাম (Jahidul Islam ), ইসলামী ছাত্রশিবির (Islami Chhatra Shibir )-এর কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পেছনে কোনো একক নেতা বা মাস্টারমাইন্ড নেই। এটি ছিল বিভিন্ন স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টার ফলাফল।”
রাজধানীতে ইফতার মাহফিলে বক্তব্য
বুধবার (১২ মার্চ) রাজধানীর হোটেল জোনাকি (Hotel Jonaki )-তে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এই অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম (Jahidul Islam ) বলেন, “গত ১৬ বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা। এই সময়ে আমরা ফ্যাসিবাদের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, গুম হয়েছেন। এখনও আমাদের ছয়জন ভাই নিখোঁজ রয়েছেন।”
তিনি আরও বলেন, “অনেক ভাই স্বাভাবিক ছাত্রজীবন কাটাতে পারেননি, কেউ কেউ ছাত্রজীবনই শেষ করতে পারেননি। ক্যাম্পাসে সবসময় আতঙ্ক বিরাজ করেছে। এই দমন-পীড়নের কথা আমরা কখনও ভুলতে পারব না। অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ আমাদের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন।”
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদুল ইসলাম (Jahidul Islam ), এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম (Nurul Islam Saddam )।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami ) আমীর ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman )
- জাতীয় পার্টি (কাজী জাফর) (Jatiya Party (Kazi Zafar) )-এর চেয়ারম্যান মোস্তাফা হায়দার (Mostafa Haider )
- লেবার পার্টি (Labour Party )-এর চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান (Dr. Mostafizur Rahman Iran )
- বিএনপি (BNP ) নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (Engineer Ishraq Hossain )
- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) (Jatiya Ganatantrik Party (JAGPA) )-এর সহ-সভাপতি রাশেদ প্রধান (Rashed Pradhan )
এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও ইসলামী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।