মাগুরার শিশু আছিয়াকে বাঁচানো যায়নি। শিশুটির মৃত্যুর পর তাদের বাড়িতে চলছে মাতম। বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তারা আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দেন। এ সময় তার সঙ্গে ছিলেনÑ কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুম উর্মি প্রমুখ।
এদিকে তথ্য-প্রমাণ থাকায় সাত দিনের মধ্যেই আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে বিচার করার দাবি করেছেন আফরোজা আব্বাস।
শুক্রবার তিনি আছিয়ার মাগুরা শ্রীপুরের জারিয়া গ্রামের বাড়িতে তার মাকে সান্ত্বনা দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সময় একটি ধর্ষণের বিচারে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ঘটনা যদি চলমান থাকত তাহলে এমনটা হতো না। বিগত সরকারের সময় ধর্ষকদের বিচার না করে পুরস্কার দেয়া হয়েছে। ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি ছিল। আর এখন ধর্ষণ একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আমরা চাই, এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হোক। যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। আমরা শিশুটির পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহায়তা প্রদান করা হবে। আমাদের দল বিএনপি শিশুটির পরিবারের পাশে আছে।