পদ নিয়ে কোন্দল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত ১২

কুষ্টিয়ায় (Kushtia) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান এবং কুষ্টিয়া নাগরিক কমিটির (Kushtia Nagorik Committee) প্রতিনিধি সুলতান মারুফ তালহাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ের সমবায় মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল (Kushtia General Hospital)-এর জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের মধ্যে রয়েছেন—

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আলভী, ইব্রাহিম, জুবায়ের, আফ্রিদি, নয়ন, আলী আহসান, মুজাহিদ, সোহান ও রেজোয়ান
  • আহতদের মধ্যে ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের বিবরণ

আহতদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসিবুর রহমান ও মোস্তাফিজুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫-২০ জন নেতা-কর্মী সমবায় মার্কেটে তাদের লাইব্রেরির সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন তরুণ সেখানে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

তাদের সঙ্গে কথা বলতে গেলে ৮-১০টি অটোরিকশা থেকে ৬০-৭০ জন অস্ত্রধারী ব্যক্তি নেমে অতর্কিত হামলা চালায়। এতে সংগঠনটির সিনিয়র নেতাসহ অন্তত ১৫ জন আহত হন।

পদবঞ্চিতদের দাবি: ‘ফ্যাসিস্ট পুনর্বাসনের’ বিরুদ্ধে বিক্ষোভ

পদবঞ্চিতদের নেতৃত্বে থাকা আনভীর আলিফ বলেন,
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ (Awami League) নেতাদের পুনর্বাসনের অভিযোগে সমবায় মার্কেটের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার সময় তাদের ওপর পেছন থেকে হামলা চালানো হয়।”

পুলিশের বক্তব্য

কুষ্টিয়া মডেল থানার (Kushtia Model Thana) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান,
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা চলছিল। তারই জের ধরে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”

Show Comments