সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এখনও মত দেয়নি বিএনপি, জামায়াত ও এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশনের পাঁচ সংস্কার কমিশনের ১৬৬ সুপারিশের বিষয়ে এখনও মতামত দেয়নি বিএনপি (BNP), জামায়াতে ইসলামি (Jamaat-e-Islami) এবং এনসিপি (NCP) সহ ২৩টি রাজনৈতিক দল। মঙ্গলবার পর্যন্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) এর নেতৃত্বাধীন কমিশনে ১৫টি দল মতামত দিয়েছে। তবে বিএনপি আগামী সপ্তাহ পর্যন্ত এবং জামায়াত ও এনসিপি আরও কিছুদিন সময় চেয়েছে।

বিএনপি’র অবস্থান

বিএনপি সূত্র জানিয়েছে, কমিশনের সুপারিশের ভিত্তিতে নয়; দলীয় ৩১ দফা আলোকে তাদের মতামত জানানো হবে। দলটি গণপরিষদ, সংখ্যানুপাতিক নির্বাচন ও প্রাদেশিক ব্যবস্থা মানতে নারাজ। তারা মনে করে, শুধু নির্বাচন-সংক্রান্ত সংস্কার অন্তর্বর্তী সরকার করবে; নির্বাচিত সরকার বাকি সংস্কার বাস্তবায়ন করবে। সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কারকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বিএনপি আরও জানিয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম বয়স ২১ বছর করা এবং প্রধানমন্ত্রীর মেয়াদ টানা দুই মেয়াদে সীমাবদ্ধ করার প্রস্তাবে তারা আপত্তি জানাবে। তবে নির্বাচনকালীন সরকারের মেয়াদ ৯০ দিনে সীমাবদ্ধ রাখার প্রস্তাবে বিএনপি ইতিবাচক। নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়নে দলটি একমত। স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

জামায়াতে ইসলামি ও এনসিপি’র অবস্থান

জামায়াতে ইসলামি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পক্ষে মত দিয়েছে। অন্যদিকে, এনসিপি গণপরিষদে নতুন সংবিধান প্রণয়নের পক্ষে এবং ‘সেকেন্ড রিপাবলিক’ ঘোষণার সুপারিশ পর্যালোচনা করছে। তারা শীঘ্রই বিস্তারিত মতামত দেবে।

ঐকমত্য কমিশনের অগ্রগতি

১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুদক (ACC) এবং পুলিশের সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত এক করতে। ১৫ ফেব্রুয়ারি কমিশনের প্রথম সভা হয়।

কমিশনের সমন্বয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, এখন পর্যন্ত ১৫টি দল মত দিয়েছে। আরও দল সময় চাওয়ায় প্রধান উপদেষ্টার নির্দেশ, অপেক্ষা করা হবে; তবে যারা মত দিয়েছে, তাদের সঙ্গে আলোচনা শুরু হবে।

বিএনপি’র মতামতের বিস্তারিত

তারেক রহমান (Tarique Rahman) এর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাদের মতামত চূড়ান্ত করা হয়। বিএনপি মনে করে, সংবিধান সংস্কারের এখতিয়ার একমাত্র নির্বাচিত সংসদের। দলটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কাঠামো তৈরিতে নির্বাচন ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারে গুরুত্ব দিচ্ছে। তাদের মতামত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।

পুলিশ সংস্কার বিষয়ে অবস্থান

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোতে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে না। সরকারি সূত্রে জানানো হয়েছে, নির্বাহী ক্ষমতায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার করা হবে। প্রশাসনের প্রভাবমুক্ত হতে পুলিশ স্বাধীন কমিশন চায়, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে নিজেদের অধীনে রাখতে আগ্রহী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *