যশোরে ধর্ষণচেষ্টা মামলার এক আসামিকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানা (Jessore Kotwali Model Police Station) এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন (Kazi Babul Hossain)।
ঘটনাক্রম
ওসি কাজী বাবুল হোসেন জানান, যশোর শহরের খড়কি এলাকা (Kharaki Area)তে এক রিকশাচালকের পাঁচ বছরের শিশু কন্যাকে নিজ বাড়িতে ধর্ষণের চেষ্টা চালায় মো. আরমান (Arman) (১৮)। শিশুটির পিতা বাড়ি ফিরে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আরমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শিক্ষার্থীদের বিক্ষোভ ও ধস্তাধস্তি
আরমানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও সাধারণ জনগণ যশোর কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে। তারা প্রকাশ্যে বিচারের দাবি জানায় এবং একপর্যায়ে আরমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা ধৃত আরমানকে মারধর করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
ওসি কাজী বাবুল হোসেন জানান, পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানা একটি মামলা রুজু করেছে।