অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus ) এর মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড (Grameen Employment Services Limited ) সম্প্রতি জনশক্তি রপ্তানির অনুমোদন পেয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (Ministry of Expatriates’ Welfare and Overseas Employment ) থেকে লাইসেন্স প্রাপ্তির পর চলতি মাসে প্রতিষ্ঠানটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (BAIRA )-এর সদস্যপদ লাভ করেছে।
দীর্ঘ অপেক্ষার পর লাইসেন্স অনুমোদন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছিল ২০০৯ সালে। তবে বিগত আওয়ামী লীগ (Awami League ) সরকার প্রায় ১৭ বছরেও আবেদনটি অনুমোদন করেনি। চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটি জনশক্তি রপ্তানির অনুমোদন লাভ করে। ফেব্রুয়ারি মাসে তারা প্রয়োজনীয় ফি ও জামানত জমা দেওয়ার পর মন্ত্রণালয় থেকে রিক্রুটিং লাইসেন্স (আরএল) নম্বর ২৮০৬ বরাদ্দ করা হয়।
প্রতিষ্ঠানটির শেয়ার ও পরিচালনা
প্রাপ্ত তথ্যানুযায়ী, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেডের ৯০% শেয়ার রয়েছে ইউনূস সেন্টার (Yunus Centre ) এবং বাকি ১০% শেয়ার গ্রামীণ শিক্ষা (Grameen Shikha ) এর মালিকানায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন কাজী নজরুল হক, যিনি গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালকও।
নার্সিং শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা
গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (Grameen Caledonian College of Nursing ) থেকে স্নাতক করা শিক্ষার্থীদের বিদেশে চাকরির সুযোগ করে দিতেই মূলত গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস জনশক্তি রপ্তানির লাইসেন্সের জন্য আবেদন করেছিল। উপসচিব মো. সারওয়ার আলম জানান, প্রতিষ্ঠানটির দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।
প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে গ্রামীণ শিক্ষা
গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর কাজী নজরুল হক জানান, প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। তিনি বলেন, “আমাদের লক্ষ্য দক্ষ কর্মী বিদেশে পাঠানো, যাতে রেমিট্যান্স বৃদ্ধি পায় এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়। গত বছর আমরা ১,২০০ জনকে প্রশিক্ষণ দিয়েছি এবং চলতি বছর ১,৩০০ জনের প্রশিক্ষণ কার্যক্রম চলছে।”
গ্রামীণ শিক্ষা ১৯৯৭ সালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠা করেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের আগে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
বায়রার সদস্যপদ ও ভবিষ্যৎ পরিকল্পনা
বায়রা (BAIRA )-এর মহাসচিব মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী (Ali Haider Chowdhury ) জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে একমাত্র গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসকেই সদস্যপদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী, বায়রার সদস্যপদ ছাড়া কোনো প্রতিষ্ঠান জনশক্তি রপ্তানি করতে পারবে না। নতুন লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোরও সদস্যপদ নেওয়া বাধ্যতামূলক।”
গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন
প্রসঙ্গত, অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ট্রাস্ট (Grameen Trust ) এর অধীনে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রামীণ ইউনিভার্সিটি (Grameen University ) প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুমোদন পাওয়া প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।