সব মামলায় খালাস তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tareque Rahman) এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (Lutfuzzaman Babar)-এর বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই বলে নিশ্চিত করেছেন তাঁদের আইনজীবী।
ঘুষ মামলায় খালাস
বসুন্ধরা গ্রুপ (Bashundhara Group)-এর পরিচালক সাব্বির (Sabbir) হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীর (Safiat Sobhan Sanvir)-কে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার আদালত তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ মোট ৮ আসামিকে খালাস দিয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার আদালত (Dhaka Court)-এর বিচারক এই রায় ঘোষণা করেন।
দেশে ফিরতে আর বাধা নেই
এই রায়ের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে কোনো মামলা বাকি নেই। তাঁর আইনজীবী জানিয়েছেন, এখন দেশে ফিরে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন এবং তাঁর দেশে ফেরায় আর কোনো আইনি বাধা নেই।