বিএনপি, জামায়াত ও ক্যান্টনমেন্ট নিয়ে নাসিরের মন্তব্যে হাসনাত-সারজিসের আপত্তি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari) সম্প্রতি বিএনপি, জামায়াত ও ক্যান্টনমেন্ট বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। তবে তার এ মন্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন দলটির দুই গুরুত্বপূর্ণ নেতা—হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah) এবং সারজিস আলম (Sarjis Alam)।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিতর্কিত স্ট্যাটাস

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, ‘গত ৫৩ বছরে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)-কে বারবার রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয়।’

তিনি আরও লেখেন, ‘২৪ সালের ছাত্র নাগরিকদের গণঅভ্যুত্থানকে ৫ আগস্ট ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে। কিন্তু ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত থাকে। বর্তমানে তারা দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করতে শেখ হাসিনা (Sheikh Hasina) এবং তার দল আওয়ামী লীগ (Awami League)-কে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে।’

ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান

নাসীরুদ্দীন পাটওয়ারী তার স্ট্যাটাসে ছাত্র নাগরিকদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আওয়ামী পুনর্বাসনের দেশবিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করুন। বিএনপি (BNP)-র বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানাই। জামায়াতের বাংলাদেশ পক্ষের অংশকেও একই আহ্বান জানাই। ক্যান্টনমেন্ট ও সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকেও এই লড়াইয়ে যুক্ত হওয়ার অনুরোধ করছি। আমরা গণতন্ত্র চাই, রক্তপাত চাই না। আমাদের প্রজন্ম দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ। আমরা আমাদের অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপোষহীন।’

হাসনাত ও সারজিসের দ্বিমত

নাসীরুদ্দীন পাটওয়ারী-এর এই বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা। দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ মন্তব্যে লিখেছেন, ‘আপনার বক্তব্যের এক অংশের সঙ্গে অন্য অংশের সংঘাত রয়েছে। যদি উদ্দেশ্য হয় ঐক্যবদ্ধভাবে আমরা আবার বাংলাদেশবিরোধী শক্তির সঙ্গে লড়াই করব, তবে আপনার বক্তব্য ঐক্যবদ্ধ করার চেয়ে বিভক্তি সৃষ্টি করবে।’

একই মন্তব্যের ঘরে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সংক্ষেপে লিখেছেন, ‘দ্বিমত জানাই রাখলাম।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *