অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ফেনীতে সোমালিয়ান যুবক আটক

ফেনীর পরশুরাম (Parshuram) সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক সোমালিয়ান যুবককে আটক করেছে বিজিবি (BGB)।

পরশুরাম সীমান্তে আটক সোমালিয়ান নাগরিক

গতকাল শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে সোমালিয়ান ওই যুবককে আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রাত ৩টার দিকে পরশুরাম (Parshuram) উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্ত এলাকায় তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

আইনি প্রক্রিয়া ও পরিচয়পত্র

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফরেইন আইন ১৯৪৬-এর ৩ (২)(খ)/১৩/১৪ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে জব্দকৃত মালামালসহ পরশুরাম মডেল থানা (Parshuram Model Police Station)-এ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটক যুবকের পাসপোর্ট অনুযায়ী, তার নাম আবিদিওয়ালি মোহাম্মদ আলী (২৪)। তার বাংলাদেশি ভিসার মেয়াদ ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ২৪ জুলাই পর্যন্ত ছিল। এ ছাড়া তার কাছ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (Dhaka International University)-এর একটি পরিচয়পত্র পাওয়া গেছে, যেখানে তিনি বিবিএ ৬০তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে উল্লেখ রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *