ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫
আগামী ৭ এপ্রিল থেকে রাজধানী ঢাকা (Dhaka)-তে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শুরু হতে যাচ্ছে। এতে ৫০টিরও বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর মধ্যে চীনের বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য সংখ্যায় থাকবেন। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরাও থাকবেন।
বাংলাদেশের দুই হাজারের বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সামিটে অংশ নেবেন। তবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) সম্মেলনের উদ্বোধন করবেন। ওই দিনই স্টারলিংক (Starlink) ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।
সংবাদ সম্মেলনে বিডার চেয়ারম্যানের ঘোষণা
রোববার (২৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (Chowdhury Ashiq Mahmud Bin Harun) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বিডা এই সম্মেলনের আয়োজন করেছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিয়োগকারীদের বৈঠকের সুযোগ
চৌধুরী আশিক মাহমুদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিনিয়োগকারীরা অবগত হওয়ার জন্য বিএনপি (BNP), জামায়াত (Jamaat) এবং এনসিপি (NCP)-এর সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন। এছাড়া স্টারলিংকের সহযোগিতায় পুরো সম্মেলন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে, যা একটি পরীক্ষামূলক সম্প্রচার হিসেবে চলবে।
বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য
বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সরেজমিনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ দেখানো এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোই এই সামিটের মূল উদ্দেশ্য। দীর্ঘমেয়াদে এই আয়োজন দেশের জন্য একটি শক্তিশালী বিনিয়োগ পাইপলাইন তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন
সামিটের প্রথম দুই দিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
– ৭ এপ্রিল চট্টগ্রাম (Chattogram)-এর মিরসরাই (Mirsarai)-তে জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন।
– ৮ এপ্রিল: নারায়ণগঞ্জ (Narayanganj)-এর আড়াইহাজার (Araihazar)**-এ জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন।
সম্মেলনের প্রধান আকর্ষণসমূহ
৯ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ওই দিনই স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হবে। এই ইন্টারনেট সেবা ব্যবহার করে সামিটের সব ইভেন্ট লাইভ সম্প্রচার করা হবে।
একই দিনে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানাতে একটি বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হবে। এছাড়াও, সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকটি ব্র্যান্ডের বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে বৈঠক
এ সম্মেলনের অংশ হিসেবে আয়োজক দেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সঙ্গে একটি বৈঠক করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার (Abul Kalam Azad Mojumdar) উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: **বাসস