জুমবাংলা ডেস্ক: সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)-র সাম্প্রতিক এক মন্তব্যকে ইসলামবিরোধী হিসেবে আখ্যায়িত করে তার অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম (Bangladesh Hefazat-e-Islam)।
ফারুকীর বক্তব্য ও বিতর্ক
গত ১৯ মার্চ এক অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “নামাজ-রোজার মতো পহেলা বৈশাখ-পাহাড়ি উৎসব আমাদের সংস্কৃতি।” তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম এটিকে ইসলামবিরোধী বলে অভিহিত করেছে এবং তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে।
হেফাজতে ইসলামের প্রতিক্রিয়া
রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব (Maulana Junaid Al Habib) বলেন, “বাংলাদেশের আপামর মুসলিম জনগণের ধর্মীয় চেতনাকে উপেক্ষা করে মোস্তফা সরয়ার ফারুকী অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি নামাজ ও রোজার মতোই পহেলা বৈশাখ এবং পাহাড়ি উৎসবকে আমাদের সংস্কৃতির অংশ বলে অভিহিত করেছেন, যা সম্পূর্ণভাবে ঈমান আকিদা পরিপন্থী ও ইসলামবিরোধী। তার বক্তব্য মুসলিম সমাজের আকিদা বিশ্বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষিক।”
তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামের মৌলিক ইবাদতের সঙ্গে কোনো ধর্মনিরপেক্ষ বা জাতিগত উৎসবের তুলনা কোনো ঈমানদার মুসলমান করতে পারে না। এটি মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। তাই অবিলম্বে তাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে অপসারণ করা হোক। অন্যথায়, এটি সরকারের ইসলামবিদ্বেষী নীতিরই বহিঃপ্রকাশ বলে বিবেচিত হবে।”
হেফাজতে ইসলামের এই দাবির পরিপ্রেক্ষিতে সরকার বা মোস্তফা সরয়ার ফারুকীর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।