আওয়ামী লীগ (Awami League)-এর রাজনীতি নিষিদ্ধ করা আজ জনতার দাবি বলে মন্তব্য করেছেন বিএনপি (BNP)-এর যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (Shahid Uddin Chowdhury Annie)। তিনি বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অনেক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে বহুজন শহিদ হয়েছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি
মঙ্গলবার সকালে প্রকৌশলীদের সংগঠন এ্যাব (AB)-এর সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী জুলাই-আগস্ট আন্দোলনে আহত সহযোদ্ধাদের ঢাকা পঙ্গু হাসপাতাল (Dhaka Pongu Hospital)-এ চিকিৎসাধীন ১২২ জনকে ঈদ উপহার প্রদানকালে এ্যানি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা (Sheikh Hasina) ও তার পরিবারের যারা দেশের দুর্নীতি, দুঃশাসন এবং গুম-খুনের সাথে জড়িত, তাদের বিচারের প্রক্রিয়া আরও দ্রুততর ও দৃশ্যমান করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে ফ্যাসিস্টদের যারা সহযোগিতা করছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
তারেক রহমানের নির্দেশে সহায়তা
তারেক রহমান (Tarique Rahman)-এর পক্ষ থেকে বিএনপি আহতদের পাশে দাঁড়িয়েছে বলে জানান এ্যানি। তার নির্দেশে এ্যাব-এর উদ্যোগে আহত জুলাই যোদ্ধাদের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
– ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক
– এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ
– প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিম
– প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার
– প্রকৌশলী এটিএম তানভির-উল হাসান তমাল
– প্রকৌশলী নিয়াজ উদ্দীন ভূঁইয়া
– প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নু
– প্রকৌশলী মাহবুব আলম
– প্রকৌশলী মুহাম্মাদ আহসানুল রাসেল
– প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার
– প্রকৌশলী নাজমুল হোসেন
– প্রকৌশলী **সাব্বির আহমেদ ওসমানী