১৩৫ গাড়ির বহর : অর্থের উৎস জানতে চেয়ে সারজিসকে তাসনিম জারার খোলা চিঠি

সম্প্রতি ঢাকা (Dhaka) থেকে সৈয়দপুর (Saidpur) পর্যন্ত উড়োজাহাজে ভ্রমণ শেষে ১৩৫টি গাড়ির বিশাল বহর নিয়ে নিজ এলাকায় পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (National Citizens’ Party) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম (Sarjees Alam)। বিষয়টি রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

তাসনিম জারার খোলা চিঠি

এই প্রসঙ্গে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা (Dr. Tasnim Jara) সারজিস আলমকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা চিঠিতে তিনি এই বহরের স্বচ্ছতা ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন।

চিঠিতে তিনি লেখেন,

“প্রিয় সারজিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে।”

তাসনিম জারা আরও উল্লেখ করেন,

“তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, ‘আমার আসলে এই মুহূর্তে কোন টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।’ তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে।”

“কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো— এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহির ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব।”

তিনি সারজিস আলমকে অনুরোধ করে লেখেন,

“আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।”

চিঠির শেষে তিনি লেখেন,

“শুভেচ্ছান্তে, জারা আপু।”

এই চিঠি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এর স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে দলীয় দ্বন্দ্বের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *