মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ (National Martyrs’ Memorial)-এ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Mohammad Shahabuddin) এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বুধবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সকাল ৬টা ১১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বীর মুক্তিযোদ্ধা ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন

প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এটি বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল একটি দিন, যখন পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার পথে যাত্রা শুরু হয়েছিল।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নির্মম সামরিক অভিযান পরিচালনা করে নিরীহ ও নিরস্ত্র বাঙালিদের হত্যা করে। এর পরদিন ২৬ মার্চ থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ, যা টানা ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে চূড়ান্ত পরিণতি লাভ করে।

Show Comments