‘র’-এর ওপর মার্কিন সংস্থার নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ USCIRF) ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) এক বিবৃতিতে এ প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে খারিজ করেন এবং ইউএসসিআইআরএফ-কে ‘উদ্বেগের সংস্থা’ হিসেবে চিহ্নিত করার দাবি জানান।

মার্কিন কমিশনের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। বিশেষ করে, ২০২৩ সালে নিউইয়র্কে এক আমেরিকান শিখ নাগরিককে হত্যাচেষ্টার ঘটনায় RAW-এর এক কর্মকর্তা ও ভারতের ছয় কূটনীতিক জড়িত থাকার অভিযোগ পুনরায় উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউএসসিআইআরএফ বারবার ভারতের পরিস্থিতিকে ‘ভুলভাবে ব্যাখ্যা’ করছে এবং ‘বৈধতা ও সত্যতা হারিয়েছে’। তারা অভিযোগ করে, কমিশন ভারতের বহুত্ববাদী সমাজ ও ধর্মীয় স্বাধীনতার প্রকৃত অবস্থা উপেক্ষা করছে এবং ‘এজেন্ডাভিত্তিক’ প্রতিবেদন তৈরি করছে।

ভারত আরও দাবি করেছে, দেশটি ১৪০ কোটির বেশি মানুষের আবাসস্থল, যেখানে পৃথিবীর প্রায় সব ধর্মের অনুসারীরা বাস করেন। কিন্তু ইউএসসিআইআরএফ ভারতের এই বৈচিত্র্যময় ধর্মীয় ও সামাজিক সহাবস্থানকে কখনোই স্বীকৃতি দেয়নি।

সরাসরি না বললেও ভারত কার্যত মার্কিন এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *