ভিন্ন কৌশলে প্রতারণা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আশরাফুজ্জামান মিনহাজ (Ashrafulzzaman Minhaj)কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাতে শরীয়তপুর (Shariatpur) জেলার নড়িয়া (Naria) এলাকা থেকে তাকে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী মামলায় গ্রেপ্তার করা হয়।
বিএনপির বিবৃতি
এর আগে, গত ২৫ মার্চ বিএনপি (BNP)র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। তিনি বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করেই জীবিকা নির্বাহ করতেন।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা মিনহাজের সঙ্গে কোনোরূপ সম্পর্ক না রাখেন।
তারেক রহমানের নাম ভাঙিয়ে অপকর্মের অভিযোগ
বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)ের নাম ভাঙিয়ে আশরাফুজ্জামান মিনহাজ বহু অপকর্ম করে বেড়াচ্ছেন। তবে মিনহাজের সঙ্গে তারেক রহমানের কোনো সখ্যতা নেই, বরং এ সম্পর্কিত দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
দুর্নীতির অভিযোগ এবং দুদকে মামলা
এছাড়া আশরাফুজ্জামান মিনহাজ এবং তার কথিত স্ত্রী জিনিয়া জিন্নাত (Jinia Jinnat), যিনি পর্যটন মন্ত্রণালয়ের (Ministry of Tourism) সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই দম্পতি ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের সঙ্গে জড়িত। তাদের অপরাধ কার্যক্রমে প্রশাসন, পুলিশ, রাজনীতিবিদ এবং বিচার বিভাগের কিছু অসাধু সদস্যকে ব্যবহার করার অভিযোগও তোলা হয়েছে।