১০ দিনের ইতিক্বাফ শেষে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman) ১০ দিনের ইতিকাফ শেষে রাজধানীতে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার সন্ধ্যায় তিনি নয়া বিপ্লবের বীর শহিদ মীর মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন (Mohammad Selim Uddin), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল হকসহ স্থানীয় নেতারা।

পরে, জামায়াত আমির পবিত্র ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর শহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের (Ali Ahsan Mohammad Mujahid) রাজধানীর উত্তরার বাসভবনে যান এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শহিদের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন ও তাদের সার্বিক খোঁজ-খবর নেন। এছাড়া, শহিদ মুজাহিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।

এই সফরে জামায়াত নেতাদের মধ্যে মোহাম্মদ সেলিম উদ্দিন, আব্দুর রহমান মূসা, অধ্যক্ষ আশরাফুল হক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *