রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা চরম সংকটে দিন কাটাচ্ছেন। একসময়ের ক্ষমতাসীন দলের বহু নেতা কারাগারে, অনেকেই দেশ ছেড়ে পালিয়ে রয়েছেন। গ্রেফতার ও হামলার আতঙ্কে তৃণমূলের কর্মীরা আত্মগোপনে, ফলে এবারের ঈদ কাটছে নিদারুণ কষ্টের মধ্যে।
নেতা-কর্মীদের ঈদবঞ্চিত জীবন
সাত মাস আগেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঈদ উদযাপন ছিল রাজকীয়। কিন্তু এখন তাদের অনেকেই আত্মগোপনে, কেউ কেউ জেলে, আবার অনেকে নিরাপত্তার অভাবে এলাকায় ফিরতে পারছেন না।
যুবলীগ নেতা শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, ‘১৯৭১ সালের পর এবার প্রথম স্বাধীন বাংলাদেশে মানবেতর ঈদ কাটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইনশাআল্লাহ, শেখ হাসিনা (Sheikh Hasina) আপা যেদিন দেশে ফিরবেন, সেদিন আমরা ঈদ উদযাপন করবো।’
ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা গোলাম ফারুক রুবেল বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের দমন করেছিল। আজও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’
তৃণমূলের অবস্থা ও হতাশা
লক্ষ্মীপুর যুবলীগ নেতা নুরে আলম সিদ্দিকী বলেন, ‘আমি ঘরছাড়া, ফেরারি। এই পর্যন্ত কেউ একটা কল বা মেসেজ দিয়ে খোঁজ-খবর নেয়নি। গত ১৫ বছরে আওয়ামী লীগ করে শত শত কোটি টাকা কামানো নেতারা এখন কর্মীদের পাশে নেই।’
কুমিল্লার বরুড়া উপজেলার আওয়ামী লীগ নেতা খায়রুল আনাম ইয়াকুব বলেন, ‘শেখ হাসিনাকে ছাড়া নিরানন্দ আমাদের ঈদ আনন্দ। আওয়ামী লীগের নেতা-কর্মীদের আনন্দ নেই।’
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খাইরুল আনাম চৌধুরী (সেলিম চেয়ারম্যান) বলেন, ‘আমরাই তো আত্মগোপনে। হামলা-মামলায় জর্জরিত। ঈদ কি আর আমাদের আছে এখন?’
শীর্ষ নেতাদের অনুপস্থিতি ও বিভাজন
আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—আমির হোসেন আমু, সালমান এফ রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, ডা. দীপু মনি, অ্যাডভোকেট কামরুল ইসলামসহ অনেকে।
অন্যদিকে, ওবায়দুল কাদের (Obaidul Quader), মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল-আলম হানিফসহ অনেক নেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (Khalid Mahmud Chowdhury) বলেন, ‘আজ আওয়ামী লীগ নেই, মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই। শেখ হাসিনা দেশে ফিরলেই এই সংকট কাটবে।’
নেতা-কর্মীদের মতে, বর্তমান পরিস্থিতি কাটিয়ে দল কবে ঘুরে দাঁড়াবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।