অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) পবিত্র ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহ মাঠে আদায় করেছেন।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টার পাশাপাশি প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো মুসল্লি অংশ নেন।
প্রধান উপদেষ্টার ঐক্যের আহ্বান
ঈদের জামাত শেষে শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। আজ একটি স্থায়ী ঐক্য গড়ে তোলার দিন।” তিনি আরও বলেন, “ঈদ দূরত্ব ঘোচানোর দিন, নৈকট্য আর ভালোবাসার দিন। আমরা যেন এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে পারি।”
বক্তব্যের শুরুতে তিনি প্রবাসী বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানান। একইসঙ্গে যাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ঈদের জামাতে অংশ নিতে পারেননি, তাঁদের প্রতিও শুভেচ্ছা জানান।
উপস্থিত বিশিষ্টজনেরা
ঈদের প্রধান জামাতে অংশ নেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (Dhaka South City Corporation) এর প্রশাসক, রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সচিব ও বিভিন্ন দেশের কূটনীতিকরা।